ছবি সংগৃহীত
বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হাসান হেলাল (৩৫)কে হত্যা করার ঘটনায় মূল অভিযুক্ত রতনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। বগুড়া ডিবির ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান জানান, হত্যার পরপরই রতন বগুড়া থেকে পালিয়ে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছেন, ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল চুরি হচ্ছিল। ইকবাল তাকে এই চুরির জন্য দায়ী করায় ক্ষোভে রতন হাতুড়ি দিয়ে ইকবালের মাথায় একাধিকবার আঘাত করে হত্যা করেন।
হত্যাকাণ্ডটি ঘটেছিল গত শনিবার দিবাগত রাতে। শতাব্দী ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটার দিকে রতন ইকবালের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করছেন। মৃত্যুর পর রতন পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News