ছবি সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে কন্যা হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করায় বাদী মো: জসিম মীর ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মো: জসিম মীর।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গোহালকাঠি গ্রামের খালেক জমাদ্দার এবং তার পরিবারের লোকজন বৈদ্যুতিক ফাঁদ পেতে যাওয়ায় ১৮ জুলাই তার কন্যা ফাহিমা আক্তার মনিরা মারা যান। এ ঘটনায় খালেক জমাদ্দার, মন্টু জমাদ্দার, আউয়াল জমাদ্দার ও রুনু বেগমকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলায় আসামিদের গ্রেফতার করা হলেও কয়েকদিন পর জামিনে মুক্তি পাওয়া আসামিরা মো: জসিম মীরকে পুনরায় প্রাণনাশের হুমকি দেয়। ৩ আগস্ট তারা মামলা তুলে নিতে বলেন; না মানলে তাঁর কন্যার মতো হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় মো: জসিম মীরের স্ত্রী নয়নতারা ৬ সেপ্টেম্বর নলছিটি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৩৯) করেছেন। বাদী আরও জানান, ২৩ আগস্ট আসামিরা তাঁর বিরুদ্ধে নলছিটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে (সি আর নং-২৬১/২০২৫)।
সংবাদ সম্মেলনে মো: জসিম মীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান, আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য ব্যবস্থা নেওয়ার।
স্থানীয়রা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News