ছবি সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় নকল ও ভেজাল কীটনাশক প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে সিনজেনটা কোম্পানি।
উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমীর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সিনজেনটা কোম্পানির জোনাল ম্যানেজার কামরুল ইসলাম, বিভাগীয় রিজিওনাল ম্যানেজার আতিকুর রহমান, টেরিটোরি অফিসার মাসুদ রানা এবং উপজেলা সেলস প্রোমোশন অফিসার মো. ফাইজুল করীম। এছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. সালেহ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মহসীন উদ্দিন মনির এবং স্থানীয় পরিবেশক খান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাকির খান।
কর্মশালায় বক্তারা বলেন, ভেজাল ও নকল কীটনাশক ব্যবহারে কৃষক যেমন ক্ষতির মুখে পড়েন, তেমনি ফসল উৎপাদনও ব্যাহত হয়। এ ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে কৃষক, পরিবেশক ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপজেলার বিভিন্ন প্রান্তিক কৃষক এবং সিনজেনটার পরিবেশকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষকদের নকল কীটনাশক শনাক্তকরণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে কৃষি অফিসের তত্ত্বাবধানে এক ব্যক্তির লাইসেন্স ব্যবহার করে অন্য এক ব্যক্তি সার বিক্রির প্রমাণ মেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট লাইসেন্স জব্দ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কীটনাশক উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কৃষকদের সচেতনতার মাধ্যমেই নকল ও ভেজাল কীটনাশক প্রতিরোধ সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News