ছবি সংগৃহীত
কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আহনাফ (১৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহনাফ বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় সমিতিপাড়া এলাকা সংলগ্ন সৈকত থেকে জুহায়ের আয়মান আহনাফের মরদেহ উদ্ধার করা হয়। পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানান, বগুড়া থেকে আসা তিন কলেজ শিক্ষার্থী রোববার বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমেছিলেন। ঢেউয়ের ধাক্কায় তিনজন সাগরে ডুবে যান। লাইফগার্ডরা দুজনকে জীবিত উদ্ধার করেন, তবে আহনাফ নিখোঁজ ছিলেন।
গতকাল গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড যৌথভাবে তল্লাশি চালায়। সোমবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহনাফের মামা মোহাম্মদ মোজাহিদুর রহিম।
সি সেইফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, সৈকতের লাবণী পয়েন্টের ওই স্থানটি বিপজ্জনক হিসেবে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা ছিল। পর্যটকদের সতর্কতা মেনে সমুদ্রে গোসলে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে গত ৮ জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও অরিত্র হাসানের মরদেহ এখনও পাওয়া যায়নি। গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক, যাদের মধ্যে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News