ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সমালোচনার পর নিজের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, বৃদ্ধ বয়সে দ্বিতীয় বিয়ে করা তার ব্যক্তিগত বিষয় এবং এতে কোনো অপরাধ নেই।
আক্কাস আলী বর্তমানে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। তিনি জানান, ছেলের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি নিজ জীবনের প্রয়োজনে চাকরি করছেন।
আক্কাস আলী বলেন,
“দ্বিতীয় বিয়ে করা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি তো কারো সম্মান কমাইনি বা বাড়াইনি। কষ্ট হচ্ছে যে বিগত চার বছর ধরে আমি বাইরে আছি।”
তিনি আরও উল্লেখ করেন, “তুমি যখন দেখছো বাবা এখানে চাকরি করছেন, তুমি দুইজন মানুষ নিয়ে আসো নাই কেন? আইসা বলো নাই কেন, বাবা তোমাকে আমি ভরণপোষণ করছি, তুমি কেন এই চাকরি নিছো। এটা কি আমার অপরাধ?”
চার বছর আগের একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার সময় নাসুম রেগে তাকে বলে, “তোমাকে কে দিয়েছে জায়গা, কে বলছে থাকতে।” সেই মুহূর্তের পর থেকেই তিনি নিজে ঘর ছেড়ে বাইরে চলে আসেন।
আক্কাস আলী আশা প্রকাশ করেছেন যে, সমাজ ন্যায্যভাবে বিষয়গুলো বিচার করবে এবং তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সমঝোতা দেখাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News