ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:25 AM, 30 August 2025.
Digital Solutions Ltd

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ , এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ

Publish : 01:25 AM, 30 August 2025.
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ , এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে দেখছেন হেড কোচ ফিল সিমন্স আন্তর্জাতিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। “আমি এখন শুধু এই সিরিজ নিয়েই ভাবছি, এশিয়া কাপ সিরিজের পরে,” বলেছেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে বাংলাদেশ দল ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলেই দুবাইয়ের বিমান ধরবে। বাংলাদেশ তিন সপ্তাহ ধরে ফিটনেস ও স্কিল ক্যাম্পসহ প্রস্তুতির নানা ধাপ পেরিয়েছে।

গত ১০ দিন ধরে দল সিলেটে অনুশীলন করেছে। সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং-বান্ধব উইকেটের সাথে খাপ খাইয়ে নিতে ঢাকার পরিবর্তে সিলেট নির্বাচিত হয়েছে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, “সিলেটের কন্ডিশন অনেকাংশে UAE-এর ব্যাটিং উইকেটের সঙ্গে মিলবে।”

নেদারল্যান্ডস প্রথমবারের মতো বাংলাদেশে সফর করছে। ২০১২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে মাত্র একবার হেরেছে। শেষবার মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে বাংলাদেশ ২৫ রানে জিতেছে। তবে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল টাইগাররা।

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস স্বীকার করেছেন, “বাংলাদেশ মাঠে শক্তিশালী দল। তবে সিরিজ জয়ের সুযোগ আমাদেরও আছে।” তিনি বলেন, “বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে এটি একটি উত্তেজনাপূর্ণ সিরিজ এবং আমাদের সেরাটা দিতে হবে।”

বাংলাদেশ দলে কিছু পরীক্ষা-নিরীক্ষা হতে পারে। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ফিট হয়েছেন, শামীম হোসেন পাটোয়ারীরও সুস্থতা অনেকাংশে ফিরে এসেছে। প্রথম ম্যাচে সম্ভবত তিনি একাদশের বাইরে থাকবেন। নুরুল হাসান সোহান বা সাইফ হাসানের খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল, মহাসড়কে যানজট শিরোনাম রাজবাড়ীর পদ্মা থেকে ধরা দুই বিশাল ইলিশ বিক্রি ১৬ হাজার টাকায় শিরোনাম ঝালকাঠি সদর হাসপাতালের ৬২ দিন ধরে এম্বুলেন্স সেবা বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে শিরোনাম শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের কথায় মিউজিক্যাল ফিল্ম: বলবো কাকে দুটো মনের কথা শিরোনাম স্থগিতাদেশ থাকলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ : ইসি স্পষ্ট করলেন শিরোনাম মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মায়ের মৃত্যু