ছবি সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় চমক নিয়ে হাজির হতে পারেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে তিনি কেবল পরিচালক নয়, সরাসরি সভাপতি হয়েই বোর্ডে আসতে চান। ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশ ইতিমধ্যেই সমর্থন দিচ্ছেন দেশসেরা এই ওপেনারকে।
আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হতে পারে। সেখানেই চূড়ান্ত হবে নির্বাচনের দিনক্ষণ। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শেষদিকে অথবা অক্টোবরের শুরুতে হতে পারে ভোটের আনুষ্ঠানিকতা। অক্টোবরে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে।
বিসিবি সভাপতি নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন ঢাকার ৭৬ ক্লাব কাউন্সিলর। তাদের ভোটে নির্বাচিত হবেন ১২ পরিচালক। এরপর এ পরিচালকরাই নির্ধারণ করবেন, কে হবেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ আসনের সভাপতি। বসুন্ধরা গ্রুপের আওতাধীন ১৮টি ক্লাবসহ অনেক সংগঠক তামিমকে সভাপতি হিসেবে দেখতে চাইছেন। কাউন্সিলর পদে থাকায় তার জন্য পরিচালক হওয়ার পথ অনেকটাই খোলা। ফলে চোখ এখন সরাসরি সভাপতির চেয়ারে।
তামিমের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রীড়া পরিষদ কোটায় তার পরিচালক পদ নিশ্চিত থাকলেও সভাপতির লড়াইয়ে আসতে চাইলে বর্তমান পরিচালকদের সম্মতি দরকার। সেটি না পেলে নির্বাচনে নাও দাঁড়াতে পারেন তিনি।
এছাড়া দৌড়ে আছেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক্লাব পাড়ায় কিছু সমর্থন থাকলেও, অতীত অভিজ্ঞতা ও জনপ্রিয়তার দিক থেকে তিনি তুলনামূলকভাবে পিছিয়ে। ফলে সভাপতি পদে ফেবারিট হিসেবে তামিমকেই দেখা হচ্ছে।
বিসিবি নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতির সমীকরণও বড় ফ্যাক্টর হতে পারে। রাজনৈতিক দল পরিবর্তন হলে সভাপতি নির্বাচনে প্রভাব পড়তে পারে। বিশেষ করে বুলবুলের মতো রাজনীতির বাইরের প্রার্থীর জন্য তখন পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও কঠিন।
বাংলাদেশ ক্রিকেট এখন রূপান্তরের পথে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বোর্ড পরিচালনায়ও আসতে যাচ্ছে বড় পরিবর্তন। তামিম ইকবালের মতো একজন জনপ্রিয় ক্রিকেটার যদি সভাপতি হন, তাহলে দেশের ক্রিকেটে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছেন সমর্থকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News