ছবি সংগৃহীত
সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ পাচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে টাইগাররা।
প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান ব্যাট হাতে ১৯ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস খেলেছেন এবং বল হাতে জোড়া উইকেট শিকার করেছেন। অধিনায়ক লিটন দাসও ফিফটি করায় টিম ম্যানেজমেন্ট স্বস্তি পেয়েছে। ওপেনিং জুটি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আগে থেকেই দৃঢ়।
দ্বিতীয় ম্যাচের জন্য সম্ভাব্য একাদশে থাকছেন সাইফ হাসান। দলে জায়গা পাওয়া নুরুল হাসান সোহান প্রথম ম্যাচে ছিলেন না, তবে দ্বিতীয় ম্যাচে থাকতে পারেন। একাদশে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে—তাওহিদ হৃদয় বা একজন স্পিনারকে বিশ্রামে রাখা হতে পারে।
সিরিজ জয় নিশ্চিত করতে হলে বাংলাদেশকে বড় রান তুলতে হবে সিলেটের রানপ্রসবা উইকেটে। টাইগারদের লক্ষ্য, প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজে নিজেদের অবস্থান আরও শক্ত করা।
নেদারল্যান্ডস প্রথম ম্যাচে খারাপ ফল পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। কিছু চোট পাওয়া ক্রিকেটার দলের বাইরে থাকলেও শক্তিশালী দল হিসেবে তারা যে কোনো সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। ডাচরা আগের ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে পারে।
এই সিরিজ বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের আগে প্রস্তুতি, আর নেদারল্যান্ডসের জন্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশের উইকেটে মানিয়ে নেওয়ার সুযোগ। দুই দলই বড় টুর্নামেন্টের আগে সেরাটা দিতে চাইবে, তাই লড়াই জমজমাট হওয়ার প্রত্যাশা রয়েছে।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব/তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News