ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 07:54 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

“শেষ বলের নাটকীয় জয় সাকিবের অ্যান্টিগা ফ্যালকন্সের”

Publish : 07:54 AM, 07 September 2025.
“শেষ বলের নাটকীয়  জয় সাকিবের অ্যান্টিগা ফ্যালকন্সের”

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের অ্যান্টিগা এন্ড বার্বুডা ফ্যালকন্স শেষ বলের নাটকীয়তায় বার্বাডোস রয়্যালসকে হারিয়েছে। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অ্যান্টিগা ২০ ওভারের শেষ বলে ৪ উইকেটের জয় নিশ্চিত করে।

অ্যান্টিগার জন্য সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার আদ্রিস গুস। ৫৩ বলে ৮৫ রান করে অপরাজিত থাকা গুসের ব্যাটিংয়ে আসে ৫ চার ও ৪ ছক্কা। অপরদিকে ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ রান করে শেষ পর্যন্ত দলের জয়ে সহায়তা করেন। সাকিব এই ম্যাচে ব্যাটে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও তিনিও ১২ বলে ১৫ রান করেন।

শেষ ওভারের রোমাঞ্চও ছিল চোখধাঁধানো। জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। হাতে ছিল ৫ উইকেট। শেরফান রাদারফোর্টের পেস বোলিংয়ে প্রথম দুটি বল ওয়াইড, এরপর প্রথম বৈধ বল থেকে ২ রান নেন ইমাদ। পরের বলও ওয়াইড, দ্বিতীয় বৈধ বল থেকে ২ রান। পরবর্তী দুই বলে আরও দুটি সিঙ্গেল। পঞ্চম বলে ইমাদ রান আউট হন। তবে শেষ বলটি শামার স্পিঙ্গার ডিপ মিড উইকেটে ঠেলে দেন, ফলে দল জয় নিশ্চিত করে।

বার্বাডোসের পক্ষে ড্যানিয়েল স্যামস ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন। টস হেরে ব্যাট করতে নেমে ব্রান্ডন কিং ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি ৯১ রান তোলে। কিং ৬৫ বলে ৯৮ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।

অ্যান্টিগার বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন সালমান ইরশাদ। ৪ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নেন। সাকিব ৩ ওভার বল করে ৩৩ রান দিলেও উইকেট নিতে পারেননি।

৯ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে অ্যান্টিগা টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। প্রথম কোয়ালিফায়ার জায়গা এখনো হয়নি, তবে এলিমিনেটর রাউন্ডে খেলার সুযোগ নিশ্চিত। যদি শেষ ম্যাচে হেরে যায় এবং বার্বাডোস বাকি চার ম্যাচে জিতে যায়, তখন অ্যান্টিগা বাদ পড়বে।

শেষ বলের নাটকীয় জয় অ্যান্টিগা ফ্যানদের জন্য রোমাঞ্চকর মুহূর্ত এনে দিয়েছে, যেখানে দলের ক্রিকেটাররা প্রতিটি বলের জন্য লড়েছেন দৃঢ়তার সঙ্গে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে চাঁদা না দেওয়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শিরোনাম নলছিটিতে কন্যা হত্যার মামলার বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শিরোনাম ভোলায় প্রকাশ্যে নারী নির্যাতন: বিএনপি নেতাসহ ৫ জন গ্রেফতার শিরোনাম বরিশালে দাম্পত্য কলহে বিষপানে স্বামীর আত্মহত্যা শিরোনাম কুয়াকাটায় সাংবাদিক মিরনকে হত্যাচেষ্টার হোতা ইলিয়াস গ্রেফতার শিরোনাম ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা