ছবি সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে দাফনের সময় বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে একই এলাকার আনিস হাওলাদার (৯০) মারা যান। দাফনের খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন তার নাতি সরোয়ার হাওলাদার (২২) ও মামা ফিরোজ সিকদার (২৮)। তারা দুজনই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
মৃতের স্বজন শামীম আহমেদ জানান, আনিস হাওলাদারের জানাজা শেষে দাফনের প্রস্তুতি চলছিল। সন্ধ্যা ঘনিয়ে আসায় সরোয়ার কবরের পাশে বিদ্যুতের তার টেনে একটি লাইট জ্বালান, যাতে আলোতে দাফন সম্পন্ন করা যায়। ওই আলোতে লাশ কবরে নামানোর পর খাটিয়া সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস ও সরোয়ার ছিটকে পড়েন।
তিনি আরও জানান, খাটিয়া সরানোর কাজে চারজন অংশ নিলেও অন্য দুইজন অক্ষত থাকেন। কিন্তু মামা-ভাগন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, অসাবধানতার কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সবার জন্য শিক্ষণীয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News