ছবি সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ চলাকালীন চাঁদা না দেওয়ার অভিযোগে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোহসীন ও সাধারণ সম্পাদক রাশেদ খান মিঠুর ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, হামলার নেতৃত্ব দিয়েছেন কে এম সবুজ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক মোহাম্মদ মোহসীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপরদিকে রাশেদ খান মিঠুও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, নলছিটি উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হলে কে এম সবুজ ২/৩ চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার কারণে নতুন ভবনে হামলা চালানো হয়। সাংবাদিকরা বাধা দিলে হামলা আরও তীব্র হয়, যার ফলে তারা গুরুতর আহত হন।
আহতরা জানিয়েছেন, কে এম সবুজ সরকার পতনের পর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন এবং নিয়মিত বরিশাল গিয়ে ইয়াবা সেবন করেন। সাংবাদিকরা দাবি করেছেন, এই চাঁদাবাজির অর্থের জন্যই কে এম সবুজ তাদের ওপর হামলা চালিয়েছে
এই ঘটনায় অভিযুক্ত কে এম সবুজের সঙ্গে যোগাযোগ করা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংবাদিক ও সমর্থকরা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News