ছবি সংগৃহীত
নলছিটি পৌরসভা ও সিদ্ধকাঠী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের দীর্ঘদিনের বেহাল দশা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। শংকরপাশা পুলেরহাট থেকে সূর্যপাশা মোনাইবাড়ি, হারুন পুলিশের বাড়ি সংলগ্ন কালভার্ট থেকে এফাজউদ্দীনের বাড়ি সংলগ্ন মসজিদ হয়ে ইমানউদ্দীনের বাড়ি পর্যন্ত পৌরসভার আওতায়, এবং সেখান থেকে বাসুদেব বাড়ি পর্যন্ত সিদ্ধকাঠী ইউনিয়নের আওতায় থাকা এই রাস্তা প্রায় দেড় যুগ ধরে সংস্কারহীন অবস্থায় আছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। স্কুলগামী শিশু, অসুস্থ বৃদ্ধ, গর্ভবতী নারী ও রোগীরা এই ভাঙাচোরা রাস্তায় মারাত্মক দুর্ভোগ ভোগ করছেন। বর্ষা মৌসুমে রাস্তার হাটুকাদা এবং কাদা তাদের চলাচলকে আরও বিপজ্জনক করে তোলে। অনেক সময় গুরুতর অসুস্থ রোগীদের কোলে করে পাকা রাস্তা পর্যন্ত নিতে হয়।
স্থানীয় বাসিন্দা সজিব হোসেন জানান, “দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামত না হওয়ায় আমাদের যাতায়াত ব্যবস্থা বিপন্ন। বাচ্চারা স্কুলে যেতে গিয়ে পা পিছলে আহত হচ্ছে। দ্রুত রাস্তা পাকা করার দাবি আমাদের।”
আরেক বাসিন্দা নুপুর বেগম বলেন, “এটা শুধু ভোগান্তি নয়, বর্ষার সময়ে এমন দুর্ভোগের কারণে এলাকার তরুণ-তরুণীদের বিয়ে ভেঙে যায়। গর্ভবতী নারীদের কোলে করে বের করতে হয়। আমরা চাই, কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি পাকা করে দেয়।”
স্থানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, তবে ভোটের সময় ছাড়া কোনো ফলাফল হয়নি। তারা আশা প্রকাশ করেছেন, স্থানীয় সরকার ও পৌরসভা দ্রুত পদক্ষেপ নিয়ে এই হাটুকাদা থেকে মুক্তি দেবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News