ছবি সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
সাক্ষাৎকারে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের উপর প্রতিষ্ঠিত। তিনি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন যে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, নিউইয়র্ক এবং কায়রোতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য বিমোচনে ভূমিকার প্রশংসা করতে গিয়ে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
উভয়পক্ষ সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উভয় দেশ উচ্চ পর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখার তাগিদ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. এ এফ এম খালিদ হোসেনকে সুবিধামতো সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের পক্ষ থেকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News