ছবি সংগৃহীত
জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামি। তবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার আগে অবশ্যই জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে টানা দ্বিতীয়বার ভাষণ দেন ড. ইউনূস। সেখানে তিনি ঘোষণা দেন, আগামী বছর ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। এখন প্রয়োজন ব্যাপক সংস্কারের। আমরা এমন প্রক্রিয়া শুরু করতে চাই, যাতে ভবিষ্যতের সরকারও এই সংস্কার চালিয়ে যেতে পারে।”
অধিবেশনে বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন। নির্বাচন ইস্যুতে দেয়া ভাষণের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান তারা।
প্রতিক্রিয়ায় জামায়াত নেতা তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—আমরাও একমত। তবে তার আগে জুলাই চার্টার বাস্তবায়ন করতে হবে।”
জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে তিনি আরও বলেন, “সাধারণ অধিবেশনে দেয়া এই ভাষণ গোল্ড মেডেল পাওয়ার মতো। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে যাওয়ায় আমরা তাকে স্বাগত জানাই।”
ড. ইউনূসের এই বক্তব্য বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News