ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:32 AM, 22 October 2025.
Digital Solutions Ltd

এনসিপির সারজিস আলম বলছে, আগামী সংসদে কারা যাবে, সেটা আমরা নির্ধারণ করবো

Publish : 01:32 AM, 22 October 2025.
এনসিপির সারজিস আলম বলছে,  আগামী সংসদে কারা যাবে, সেটা আমরা নির্ধারণ করবো

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরও আগ্রাসী হওয়ার সংকেত দিয়েছে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সংসদে যাবে তা নির্ধারণে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ইদানীং পার্টি নিজেকে পরবর্তী সংসদের গঠনে অন্যতম নির্ধারক শক্তি হিসেবে প্রতিনিধিত্ব করবে। 

সারজিস আলম বুধবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, এনসিপিকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেয়া না হলে কমিশনকে এর আইনগত ব্যাখ্যা দিতে হবে — আর যদি প্রতীক না দেয়া হয়, প্রয়োজন হলে তারা আইনি লড়াই ও রাজপথে আন্দোলন করবেন। তিনি মনে করেন, শাপলা প্রতীকের ক্ষেত্রে কমিশনের স্বেচ্ছাচারিতা গ্রহণযোগ্য নয় এবং কোনো আইনগত বাধা না থাকলে প্রতীক না দেয়া হলে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। 

নির্বাচনে অংশগ্রহণ ও জোটগঠনের ইস্যুতে সারজিস আলম বলেছেন, এনসিপি কেবল আসন আদায়ের লক্ষ্যে রাজনীতি করছে না; তাদের লক্ষ্য জনগণের বিশ্বাস অর্জন করা। যদি কোনো রাজনৈতিক দল জুলাই সনদে উল্লিখিত সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সত্যিই আগ্রহী এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে অবস্থান নেয়—তবে এনসিপি জোট নিয়ে ভাবতে পারে। অন্যথায় এনসিপি নিজস্ব পরিচয় ও প্রতীক নিয়ে নির্বাচনে যাবে। 

সারজিস আলম আরও জোর দিয়ে বলেন, এনসিপি উত্তরাঞ্চলে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলছে; জয়পুরহাটসহ এই অঞ্চলের উন্নয়ন, অবহেলা দূরীকরণ ও সাধারণ মানুষের স্বার্থরক্ষা তাদের রাজনৈতিক অগ্রাধিকার হবে। তাদের ভাষ্য—জনগণের স্বার্থ রক্ষা করলেই দেশের স্বার্থ রক্ষা সম্ভব। তিনি শক্ত করে বলেন, আগামীর রাজনীতি গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর ভিত্তি করে গড়তে হবে। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও প্রতীকের কথাকে কেন্দ্র করে এনসিপি এবং কমিশনের মধ্যে চলমান টানাপোড়েন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনসিপির তরফ থেকে বারবার বলা হয়েছে—প্রতীক না পেলে তারা আইনি উপায় ছাড়াও ব্যাপক রাজনৈতিক প্রয়াস চালাবে এবং জনগণের মধ্যে নিজের দাবির পক্ষে জনমত গঠনে কাজ করবে। নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা ঘিরে এমন বিবাদ ভবিষ্যতে ভোট পরিকাঠামোতে নতুন নাটকীয়তা সৃষ্টি করতে পারে—বিশ্লেষকরা এ কথাই বলছেন। 

নাগরিক পর্যায়ে এনসিপির এই কণ্ঠস্বরের প্রভাব কতটা প্রসার লাভ করবে, তা আসন্ন রাজনৈতিক অঙ্কে সময়ই বলে দেবে। জাতীয় রাজনীতিতে নতুন দলগুলো কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং পুরনো রাজনৈতিক মানচিত্রে কী রকম সমীকরণ তৈরি হচ্ছে—এসব খতিয়ে দেখা এখন বাতলে দেয়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনসিপি বললে যে তারা ‘কিংমেকার’ হওয়ার চেষ্টা করবে, সেটি বাস্তবে কতটুকু সম্ভব হবে—নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, রাজনৈতিক জোটবদ্ধতা ও জনগণের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার