ছবি সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেছেন যে, জুলাই জাতীয় সনদে এখনো সই না করা রাজনৈতিক দলগুলোও শিগগিরই স্বাক্ষর করবে। তিনি বলেন, এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, বরং ঐক্যের রাজনীতিই আরও সুসংহত হবে।
সম্প্রতি সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন আহমদ বলেন—
“তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না—এমন কোনো ঘোষণা কেউ দেয়নি। তারা শুধু বলেছেন, সনদটি পড়ে দেখে সিদ্ধান্ত নেবেন। আমার বিশ্বাস, সময়মতো তারা সই করবেন, এবং তা জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।”
দীর্ঘ সাত মাসের পরামর্শ, আলোচনা ও ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্য দিয়ে তৈরি হয় ‘জুলাই জাতীয় সনদ’। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে সমঝোতার ভিত্তি তৈরি হয়। কমিশনের দেওয়া ৮৪টি প্রস্তাবের মধ্যে বেশিরভাগেই ঐকমত্য গড়ে ওঠে। তবে আলোচিত এই সনদে সই করেছে ২৬টি দল, বাকি কয়েকটি—এর মধ্যে এনসিপি ও কয়েকটি বাম দল—এখনও সই করেনি।
সালাহউদ্দিন আহমদের মতে, জুলাই সনদ একটি ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতার দলিল, যা রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী ন্যায্যতা প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ।
তিনি বলেন—
“জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, এটা শুধু দলগুলোর চুক্তি নয়, এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল। এটাকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করাই যৌক্তিক।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে রাষ্ট্রের ব্যয় কমবে এবং ভোটার উপস্থিতি বাড়বে।
“একই দিনে যদি সংসদ নির্বাচন ও গণভোট হয়, তাহলে জনগণের অংশগ্রহণ দ্বিগুণ হবে। এতে নির্বাচনের বৈধতা ও জনগণের আস্থা উভয়ই শক্তিশালী হবে।”
সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেন—
“কোনো অজুহাতে কেউ যদি নির্বাচন বিলম্বের চেষ্টা করে, বিএনপি তা মেনে নেবে না। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করাই এখন মূল অঙ্গীকার।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি নেতার এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন ঘিরে বিরোধী রাজনীতিতে আশাবাদের বার্তা স্পষ্ট হয়েছে। জুলাই সনদকে কেন্দ্র করে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সংলাপ ও ঐকমত্যের পথে এগোচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News