ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘোষণা দিয়েছেন, গত এক বছরে যদি তার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ পাওয়া যায়, তিনি সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেবেন।
শনিবার (৪ অক্টোবর) আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
সারজিস আলম বলেন,
“কেউ কোনোদিন ভালো কাজে বাধা দিক না। আমাদের লক্ষ্য হলো আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়ন। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন। আমি ন্যায় ও সততার সঙ্গে আমানত রক্ষা করব। অনেকে প্রোপাগান্ডা ছড়ায়। আমি স্পষ্ট চ্যালেঞ্জ দিচ্ছি—গত এক বছরে কেউ যদি আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দেখাতে পারে, আমি রাজনীতি ছাড়ব।”
সারজিসের উদ্যোগে আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এসেছে। সভায় বরাদ্দকৃত তালিকা সংশ্লিষ্টদের সঙ্গে পড়ে শোনা হয় এবং কাজের সমন্বয় করা হয়।
নেতা সারজিস আলমের এমন দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম এলাকার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News