ছবি সংগৃহীত
বলিউডের প্রখ্যাত ‘দঙ্গল’ তারকা জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে এই নতুন জীবনের পথে পা রাখলেন ধর্মের প্রতি আনুগত্যের জন্য অভিনয় থেকে দূরে সরে যাওয়া এ অভিনেত্রী।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জায়রা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করেন। এক ছবিতে দেখা যায়, তিনি কাবিননামায় স্বাক্ষর করছেন। মেহেদি রঙা হাতের আংটিতে ঝলমল করছে বিয়ের হীরার আংটি। অন্য ছবিতে পাত্রের সঙ্গে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে রয়েছেন জায়রা, তবে পাত্রের নাম, পরিচয় বা মুখ দেখানো হয়নি।
জায়রা ওয়াসিমের প্রথম সিনেমা ছিল ‘দঙ্গল’ (২০১৬), যেখানে তিনি অভিনেতা আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রথম সিনেমাতেই অভিনয় প্রতিভার জন্য দর্শকের নজর কাড়েন তিনি। পরবর্তী কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন জায়রা।
তবে ২০১৯ সালে ধর্মের প্রতি আনুগত্যের কারণে তিনি অভিনয় জীবন থেকে দূরে সরে যান। জায়রা প্রকাশ করেছিলেন, মানুষের ভালোবাসা ও প্রশংসা পেলেও সিনেমার কাজের সঙ্গে যুক্ত থেকে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন। সেই সিদ্ধান্তের পর তিনি ক্যামেরার আড়ালে রয়েছেন।
এবার বিয়ের মাধ্যমে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেন জায়রা। তবে পাত্রের পরিচয় রহস্যই থেকে গেল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News