ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
বিনোদন ডেস্ক :
Publish : 12:25 AM, 27 October 2025.
Digital Solutions Ltd

অভিনেতা সতীশ শাহ মৃত্যুর দুই ঘণ্টা আগে সুস্থ্যতার বার্তা দিয়েছিলেন

Publish : 12:25 AM, 27 October 2025.
অভিনেতা সতীশ শাহ মৃত্যুর দুই ঘণ্টা আগে সুস্থ্যতার বার্তা দিয়েছিলেন

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দুপুরের খাবার খেতেই জীবনহারা হলেন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা সতীশ শাহ। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগলেও অভিনেতা নিজেকে সুস্থ মনে করতেন। মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগেও তিনি সহকর্মী ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেছেন এবং নিজের সুস্থতা সম্পর্কে আশ্বাস দিয়েছিলেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর স্রষ্টা জেডি মাজেথিয়া ভারতীয় গণমাধ্যমকে জানান, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সতীশ শাহ তার স্ত্রী রত্না পাঠক এবং সহকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। মাজেথিয়া বলেন,

“আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু ঘটেছে। শনিবার সকাল ১১টায় তিনি অতীশ কাপাডিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর দুপুর ১টার দিকে রত্নাজির সঙ্গেও কথা বলেছেন।”

জেডি মাজেথিয়া আরও জানান, মৃত্যুর আগের দিন শুক্রবার তিনি অভিনেতার বাড়ির কাছাকাছি থাকলেও ক্লান্তির কারণে দেখা করতে পারেননি। তবে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছিল। সেই সময় সতীশ শাহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন,

“আমার গলা শুনে কী মনে হচ্ছে? আমি একদম সুস্থ আছি।”

প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবন ছিল সতীশ শাহের। তিনি বলিউডে পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারো’ (১৯৮৩) চলচ্চিত্রের মাধ্যমে। এরপর তিনি সুরজ বরজাত্যা, ফারহা খান, রাকেশ রোশনসহ বলিউডের প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করেন।

সতীশ শাহের অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য—‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’। তদুপরি, টেলিভিশন ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’ তাকে অমর জনপ্রিয়তা এনে দেয়। তার অভিনীত চরিত্রগুলো ভারতীয় দর্শকের মনে আজও জীবন্ত।

সতীশ শাহের আকস্মিক মৃত্যু ভারতীয় বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার অবদানকে স্মরণ করছেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার