ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫
তথ্য ও প্রযুক্তি ডেস্ক :
Publish : 06:38 AM, 31 December 2024.
Digital Solutions Ltd

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

Publish : 06:38 AM, 31 December 2024.
হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট হলো চ্যাটজিপিটি। এবার হোয়াটসঅ্যাপের মধ্যেই ব্যবহার করা যাবে এই চ্যাটবট, তাও আলাদা করে কোনও অ্যাপ ডাউনলোড ছাড়াই। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই চমকপ্রদ তথ্য জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

এর জন্য প্রথমেই চ্যাটজিপিটির নির্ধারিত নম্বরটি আপনার ফোনে সেভ করতে হবে। নম্বরটি হলো +১-৮০০-২৪২-৮৪৭৮। এরপর সাধারণ চ্যাটের মতোই হোয়াটসঅ্যাপে সেই নম্বরে মেসেজ পাঠিয়ে আপনার প্রশ্ন করতে পারবেন। চ্যাটজিপিটি আপনাকে চটজলদি উত্তর দেবে।

তবে এখানেই শেষ নয়। মার্কিন নাগরিকদের জন্য থাকছে বাড়তি সুবিধা। তারা একই নম্বরে কল করে সরাসরি কথা বলতে পারবেন চ্যাটজিপিটির সঙ্গে। এই ফিচার সম্ভব হয়েছে চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড এর মাধ্যমে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কথোপকথনটি স্বাভাবিক মানুষের মতো শোনায়।

একটি উল্লেখযোগ্য দিক হলো, চ্যাটজিপিটির এই ফিচার ইন্টারনেট ছাড়াও কাজ করবে। ওপেনএআই জানিয়েছে, যেসব জায়গায় ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও ব্যবহারকারীরা কল করে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন।

অ্যাকাউন্ট লাগবে না

এই পরিষেবা ব্যবহারের জন্য ওপেন এআই অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে এই ফিচারের সঙ্গে ব্যক্তিগত অ্যাকাউন্ট যুক্ত করার ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে ওপেনএআইয়ের। এটি হলে ব্যবহারকারীরা আরও বেশি ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালাতে পারবেন।

সীমাবদ্ধতাও আছে

যদিও এই ফিচার বেশ উপযোগী, তবে এতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য একটি দৈনিক সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমা কতটুকু তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে নির্ধারিত সীমা পার হলে ব্যবহারকারীকে তা জানানো হবে।

টেক্সট-নির্ভর যোগাযোগ

যদিও এটি হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে, তাই এখানে শুধুমাত্র টেক্সট মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ভয়েস কলের সুবিধা এখনও চালু হয়নি।

এআই প্রযুক্তির এই নতুন সংযোজন নিঃসন্দেহে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। আপনি কীভাবে এই সুবিধা ব্যবহার করতে চান? এখনই চেষ্টা করে দেখুন!

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাঁই শিরোনাম সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো শিরোনাম শেয়ারবাজারে টানা দরপতন, হতাশায় বিনিয়োগকারীরা শিরোনাম শুল্ক-কর বাড়লেও দেশের মানুষের ওপর প্রভাব পড়বে না শিরোনাম হোয়াটসঅ্যাপের নতুন ফিচার শিডিউল ইভেন্ট শিরোনাম ভাগ্যচক্রে আমরা একে অপরের জীবনে এসেছি : পড়শী