ছবি সংগ্রহীত
দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজধানীর একই এলাকার পাঁচজনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পেয়েছেন গবেষকেরা।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, ২০২৩ সালে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের জিকা ভাইরাসটি এশিয়ান লাইনেজের, যা মাইক্রোসেফালি ও স্নায়বিক সমস্যার কারণ হতে পারে।
২০১৬ সালে দেশে প্রথমবার জিকা ভাইরাস শনাক্ত হয়। তবে ২০১৪ সালে সংগৃহীত নমুনার মাধ্যমে জানা যায়, এটি বাংলাদেশে আরও আগে থেকেই সংক্রমিত হচ্ছিল।
আইসিডিডিআর,বি জানায়, ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা জ্বর আক্রান্ত ১৫২ রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এতে পাঁচজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তরা একই এলাকার বাসিন্দা ও সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের জলবায়ু ও আবহাওয়া এডিস মশার বিস্তারে সহায়ক, যা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকার মতো রোগের ঝুঁকি বাড়ায়। তাই ভাইরাসটির বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News