ছবি সংগ্রহীত
ন্যায্য পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে নেমেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি টানা তিন দিন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব সমস্যা সমাধানের দাবিতে তারা ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন।
কর্মসূচির অংশ হিসেবে চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে রোগীদের জরুরি চিকিৎসা ব্যাহত না করতে জরুরি বিভাগ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সংগঠনটি আরও জানায়, তাদের দাবি পূরণ না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাদের এই কর্মসূচিতে দেশের সব চিকিৎসা সোসাইটির সমর্থন রয়েছে।
চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে রোগীদের চিকিৎসাসেবা কতটা ব্যাহত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহল নজর রাখছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News