ছবি সংগ্রহীত
দীর্ঘ ৩৫ বছরের অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় ধারাবাহিক ও সিনেমায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন কিটু গিদওয়ানি। ‘স্বাভিমান’ থেকে ‘ফ্যাশন’— প্রতিটি চরিত্রে তিনি আলাদা ছাপ ফেলেছেন দর্শকদের মনে। তবে ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ আলাদা।
৫৭ বছর বয়সেও বিয়ে করেননি কিটু। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে নয়, বরং স্বাধীনতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিটুর কথায়, "আমি একা থাকতে ভালোবাসি। নিজের কাজ, ভালোলাগাকে গুরুত্ব দিই। বিয়েই সব নয়। বরং নিজেকে বোঝা, জীবনে শান্তি খুঁজে পাওয়া দরকার।"
অভিনয়জগতে দীর্ঘদিন কাটালেও প্রত্যাশিত কাজ পাননি বলে আক্ষেপ কিটুর। তিনি বলেন, "সিনেমায় শুধু নায়ক-নায়িকার মায়ের চরিত্র পাই, যা খুব একঘেয়ে। নারীকেন্দ্রিক সিনেমার সুযোগ কম। ভারতে এখনও পিতৃতন্ত্রকেই গুরুত্ব দেওয়া হয়।" পশ্চিমা দেশগুলোর তুলনায় ভারতে বেশি বয়সী অভিনেত্রীদের সুযোগ কম বলেও জানান তিনি।
ক্যারিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ‘হোলি’ ছবিতে চুম্বন দৃশ্যের প্রসঙ্গে কিটু বলেন, "আমরা দুজনেই পেশাদার অভিনেতা। তখনও অস্বস্তি ছিল না, এখনও হত না। সমাজ কী বলল, তা নিয়ে ভাবলে ভালো কাজ করা সম্ভব নয়।"
কিটুর এই ভাবনা আরও একবার প্রমাণ করে, জীবনে সাফল্যের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। কারও জন্য তা সংসার, তো কারও জন্য স্বাধীনতা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News