মুরগি চুরি করতে গিয়ে তাহমিনার প্রেমে জয়নালঃ ছবি সংগ্রহীত
আসন্ন ঈদে দর্শকদের জন্য জমজমাট নাটকের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় দুই তারকা নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের অভিনীত একটি বিশেষ নাটক ‘সামার ভ্যাকেশন’ ইতোমধ্যে দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা, চিত্রনাট্য লিখেছেন অর্ক মোস্তফা। নাটকটি মূলত কমেডি ঘরানার, যেখানে একটি অজপাড়া গাঁয়ের গল্প তুলে ধরা হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে তাহমিনা নামের এক গ্রাম্য মেয়েকে, যাকে ঘিরে গ্রামে রয়েছে নানা গুজব। গ্রাজুয়েশন করা এই মেধাবী মেয়েটি যথাসময়ে বিয়ে না করায় অনেকে তাকে ‘আইবুড়ো’ বলে অভিহিত করে, আবার কেউ কেউ বলে তার ওপর জ্বীনের আছর আছে! তবে তাহমিনার জীবনে রয়েছে এক রহস্য, যা কেউ জানে না।
অন্যদিকে গল্পের আরেক চরিত্র জয়নাল, এক উড়নচণ্ডী স্বভাবের ছেলে। বাবার টাকায় আয়েশি জীবন কাটানো এই যুবক মামার বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটাতে যায়। সেখানে গভীর রাতে বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য মুরগি চুরি করতে গিয়ে তাহমিনার সঙ্গে দেখা হয়ে যায় তার। সেখান থেকেই শুরু হয় এক অন্যরকম প্রেমকাহিনি। নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প, যা শেষ পর্যন্ত সামাজিক মূল্যবোধের দারুণ বার্তা বহন করে।
নিলয় ও হিমি ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন সাবরিনা রনি, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, আশরাফুল ইসলাম বাবু, মোহিত তমালসহ আরও অনেকে।
‘সামার ভ্যাকেশন’ নাটকটি আসছে ঈদুল ফিতরে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হবে। ঈদের বিশেষ আয়োজনে এই নাটক দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে বলে আশা করা যাচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News