দেবের স্বপ্নপূরণ: শুরু হলো 'রঘু ডাকাত'র শুটিংঃ ছবি সংগ্রহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। চার বছরের অপেক্ষার পর অবশেষে শুরু হলো তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘রঘু ডাকাত’ ছবির শুটিং।
এই আনন্দের মুহূর্তটি তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে দেব উল্লেখ করেন, ‘২০২১ সালে যে স্বপ্ন দেখেছিলাম, তা আজ বাস্তবে রূপ নিচ্ছে।’ তিনি ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘তাদের ছাড়া এই কাজ সম্ভব হত না।’
অভিনেতা আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পয়সার মূল্য আছে। তবু তারা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, যিনি এই ছবির প্রতি সবসময় আশাবাদী ছিলেন।’
ছবিটির সফল বাস্তবায়নের জন্য দীর্ঘ ছয় মাস ধরে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন দেব। তিনি জানান, সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালে এটি হবে বছরের সবচেয়ে বড় বাংলা ছবি।
‘রঘু ডাকাত’-এ খলচরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার। দেবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল। চরিত্র ফুটিয়ে তুলতে ইতোমধ্যে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন দেব, যা নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ারও করছেন তিনি।
শুরু হয়েছে শুটিং, এখন কেবল অপেক্ষা ২০২৫ সালে বড় পর্দায় ‘রঘু ডাকাত’-এর দুর্দান্ত উপস্থাপনার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News