ছবি সংগ্রহীত
সম্প্রতি ঢাকা শহরের কারওয়ান বাজারে এক তরমুজ বিক্রেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তার অভিনব কণ্ঠস্বর এবং "ওই কিরে", "মধু রসমালাই" সহ নানা আকর্ষণীয় মন্তব্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। কিন্তু এই ভাইরাল হওয়ার পরেই তার ব্যবসা নিয়ে নতুন এক বিড়ম্বনা তৈরি হয়েছে।
কয়েকদিন ধরে, দোকানে আসা মানুষরা তরমুজ কিনতে না এসে শুধুমাত্র তার ভিডিও করতে আসছে, যা তার ব্যবসায় নেগেটিভ প্রভাব ফেলেছে। ফলে, ওই তরমুজ বিক্রেতা প্রচুর পরিমাণে তরমুজ হাতে রেখেও বিক্রি করতে পারছেন না। তার দাবি, প্রায় দেড় লাখ টাকার তরমুজ এখন অবিক্রিত অবস্থায় পড়ে রয়েছে।
এ বিষয়ে অভিনেতা শামীম হাসান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে এই তরমুজ ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে।” তিনি আরও যোগ করেন, “তবে ভাইরাল হওয়ার চাপ আলাদা, সবাই তোমার পাশে আছে! লোকটার জন্য মায়াই লাগতেসে। ব্যবসা করতে দেন ওনারে!”
অনেক নেটিজেনও শামীমের সাথে একমত হয়েছেন। তারা পোস্টে মন্তব্য করে বলেছেন, "এতদিন যাদের ভিডিও বানিয়ে ভাইরাল করা হয়েছে, তাদের জন্য এখন ব্যবসা করতে একটি ভালো পরিবেশ সৃষ্টি করা উচিত।"
এছাড়া, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকেই তরমুজগুলো কিনে নিতে আগ্রহ প্রকাশ করেছেন, যাতে তার ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে।
এ পরিস্থিতিতে সবার কাছে একটি আবেদন, যেন ভাইরাল হওয়া এই তরমুজ বিক্রেতাকে তার ব্যবসা করতে সঠিক পরিবেশ দেওয়া হয়, এবং তাকে আরও সমস্যা থেকে মুক্তি দেওয়া যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News