ছবি সংগ্রহীত
বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবার ক্রিকেট মাঠের নায়ক তাসকিন আহমেদকে সিনেমার জন্য প্রশংসা করলেন। বললেন, যদি সিনেমায় আসতে হয়, তাহলে তাসকিনের একাই হিরো হয়ে আসা উচিত।
রোববার রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ এর হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ অর্জনের উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ তামিম।
এই আয়োজনে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে সরাসরি দেখা হয় তাসকিন আহমেদের। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে তিনি বলবেন অবসর নিয়ে আস।”
এরপর মঞ্চে উঠে শাকিব খান বলেন, “বিপিএলে তাসকিন দুর্দান্ত খেলেছে, সেও হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত।” একইসঙ্গে ঢাকা ক্যাপিটালসের হয়ে ভালো পারফরম্যান্স করা তানজিদ তামিমের প্রশংসাও করেন তিনি।
এদিকে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। টিজার ও গান ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব বলেন, “আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে কেবল দেশে আলোচনা হতো, এখন তা নিয়ে বিশ্বজুড়ে ফিল্ম ক্রিটিকসরা কথা বলছেন। এটা আমাদের জন্য বড় অর্জন।”
‘বরবাদ’ মুক্তির পর দর্শকরা এটি পছন্দ করবেন বলে আশাবাদী শাকিব খান।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News