ছবি সংগ্রহীত
বিপুল বিস্ময়ে জানা গেছে, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন বলিউড গানের এক বড় ভক্ত ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র অভিযানে তার মৃত্যু পরবর্তী তল্লাশিতে উঠে আসে এই চমকপ্রদ তথ্য। পাকিস্তানের এবোটাবাদে ২০১১ সালে এক মার্কিন হেলিকপ্টার অভিযানে লাদেন নিহত হন, এরপর তার ব্যক্তিগত কম্পিউটারগুলো তল্লাশি করা হয়।
এ তল্লাশিতে লাদেনের পছন্দের একাধিক বলিউড গানের সন্ধান পাওয়া যায়। উদিত নারায়ণ, কুমার শানু, এবং অলকা ইয়াগনিকের জনপ্রিয় গানগুলো ছিল তার প্রিয় তালিকায়। তার পছন্দের গানের মধ্যে ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’, ‘জানে তামান্না’, এবং ‘পেয়ার তো হোনা হি থা’-র মতো গানগুলো অন্তর্ভুক্ত ছিল।
এ বিষয়ে অলকা ইয়াগনিক বলেন, "ওসামা বিন লাদেন বলিউড গান পছন্দ করেন, সেটা কি আমার দোষ?" তিনি আরও জানান, "তিনি (লাদেন) যেমনই হোক, তার মধ্যে শিল্পীসত্ত্বা ছিল। সংগীতপ্রেমের কারণে তিনি যদি আমার গান পছন্দ করেন, সেটা ভালো বলেই আমি মনে করি।"
এটি নিঃসন্দেহে এক অবাক করার মতো বিষয়, যে এক ভয়ানক সন্ত্রাসী সংগঠনের প্রধান এমন একটি সাংস্কৃতিক উপাদানকে প্রশংসা করতেন, যেটি ভারতের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News