ছবি সংগ্রহীত
রমজান মাস ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম। এ মাসে নারী-পুরুষ সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করেন। তবে নারীদের জন্য একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হলো মাসিক বা পিরিয়ড। ইসলামে এ সময় নারীদের নামাজ ও রোজার বাধ্যবাধকতা নেই। নামাজের কাজা না থাকলেও রোজার কাজা পরবর্তী সময়ে আদায় করতে হয়।
অনেক নারী জানতে চান, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখা জায়েজ হবে কি না?
ফিকহবিদদের মতে, যদি কোনো নারী পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করে রাখেন, তাহলে তিনি রোজা রাখতে পারবেন এবং তার রোজা বিশুদ্ধ হবে। কারণ এ অবস্থায় রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই। তবে যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ সেবন করে তা বন্ধ করেন, তাহলে সর্বনিম্ন তিন দিন পর্যন্ত তিনি নামাজ ও রোজা রাখতে পারবেন না। এরপর থেকে তিনি রোজা রাখতে ও নামাজ পড়তে পারবেন। (খোলাসাতুল ফাতাওয়া: ১/২৫১; হেদায়া: ১/৬২; ফাতাওয়ায়ে শামি: ১/৪৭৬)
তবে বিশেষজ্ঞদের মতে, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখার ফলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। ইসলামও নারীদের স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিয়েই পিরিয়ডের সময় রোজা না রাখার অনুমতি দিয়েছে। তাই শরীরের ক্ষতি এড়াতে স্বাভাবিক প্রক্রিয়া বজায় রেখে পরবর্তী সময়ে রোজার কাজা আদায় করাই শ্রেয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News