ছবি সংগ্রহীত
রমজানের শেষ পর্যায়ে এসে প্রার্থনায় মগ্ন কলকাতার অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ। অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিয়ম মেনে রোজা রাখছেন, নামাজ আদায় করছেন এবং ধর্মীয় গ্রন্থ পাঠে সময় দিচ্ছেন।
শুটিংয়ের ব্যস্ততার কারণে গত বছর নিয়ম মেনে নামাজ আদায় করা কঠিন হয়ে উঠেছিল, তবে এবার হাতে কিছুটা সময় থাকায় পুরোপুরি ধর্মীয় অনুশাসনে মনোযোগী হয়েছেন তিনি। প্রতি রাত জেগে সাহরি করছেন, ভোরের নামাজের পরেই ঘুমোতে যাচ্ছেন।
স্বাস্থ্যকর খাবারে গুরুত্ব:
সারা বছরই কঠোর ডায়েট মেনে চলেন রিজওয়ান, তাই রমজানের সময়ও স্বাস্থ্যকর খাবারকেই প্রাধান্য দিচ্ছেন। সাহরিতে ওট্স ও ড্রাইফ্রুট দিয়ে তৈরি খাবার খাচ্ছেন, কখনও যোগ করছেন টোফু বা সবজি। তেলে ভাজা খাবার এড়িয়ে সুস্থ থাকার দিকেই নজর দিচ্ছেন তিনি।
ইফতারের বিশেষ আয়োজন;
বাড়ির ছাদে তৈরি নিজের বাগানের ফল দিয়ে অভিনেতার মা সুস্বাদু ডেজার্ট তৈরি করছেন। স্ট্রবেরি রাবড়ি, শাহি টুকরা, ছাতুর পরোটা এবং বিট-গাজর-ভুট্টার চাট ইফতারের বিশেষ আকর্ষণ। ফলাহার তো থাকছেই, সঙ্গে যোগ হচ্ছে মুখরোচক পদ।
ইদের পরিকল্পনা এখনো চূড়ান্ত নয়:
এবারের ইদ পরিকল্পনা এখনো চূড়ান্ত করেননি রিজওয়ান। ছোট ভাই চাকরির কারণে অন্য শহরে থাকায় বিশেষ কোনো আয়োজনের ভাবনাও নেই তার। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর দিকেই তার বেশি আগ্রহ।
শান্তির বার্তা;
রমজানের সময় এক বিশেষ প্রার্থনায় মন দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, "আমি চাই, আমার চারপাশের মানুষ সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। হিংসা ও ঘৃণা ছড়ানো বন্ধ হোক।"
রমজানের এই পবিত্র সময়ে রিজওয়ানের মতো আরও অনেকে যদি একই বার্তা ছড়িয়ে দেন, তাহলে সমাজে সত্যিই শান্তির আলো ছড়িয়ে পড়তে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News