হোলি উদযাপন করে সমালোচনার মুখে হানিয়া আমিরঃ ছবি সংগ্রহীত
বলিউডে অভিষেকের আগেই বিতর্কের মুখে পড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।
ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর কিছু ছবি শেয়ার করেছিলেন হানিয়া। সেখানে তার কপালে ছিল কমলা রঙের টিপ। সেইসঙ্গে হোলির শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, "একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।”
এই পোস্ট দেখে ভারতীয় অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানান। তবে বিষয়টি ভালোভাবে নেননি পাকিস্তানের কিছু নাগরিক। তাদের বক্তব্য, একজন মুসলিম হয়ে কিভাবে তিনি হিন্দু উৎসব উদযাপন করেন! কেউ কেউ এটাকে বলিউডে জায়গা করে নেওয়ার চেষ্টা বলেও অভিহিত করেছেন।
একজন পাকিস্তানি মন্তব্য করেছেন, "আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তাহলে বলিউডে যথেষ্ট ভালোবাসা পাবেন।" আবার কেউ বলেছেন, "রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। সারা বছর তো এমনিতেই হিন্দু হওয়ার চেষ্টা করেন!"
তবে অনেকে হানিয়ার পাশে দাঁড়িয়েছেন। একজন মন্তব্য করেছেন, "এমন অশিক্ষিত মন্তব্য দেখে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু আছে।"
এদিকে, হানিয়া আমির বর্তমানে বলিউড সিনেমা ‘সরদার জি-৩’-এর শুটিংয়ে ব্যস্ত। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাকে। চলতি বছরের জুন মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News