শবে কদরের মর্যাদাঃ
শবে কদর হলো পবিত্র কোরআন নাজিলের রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। কোরআনে বলা হয়েছে, এ রাতে ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং ভোর পর্যন্ত শান্তি বিরাজ করে।
কবে হয় শবে কদর?
শবে কদর নির্দিষ্ট কোনো দিনে হয় তা নিশ্চিত নয়। তবে হাদিস অনুযায়ী, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজান) এটি অনুসন্ধান করতে বলা হয়েছে। ২০২৫ সালে সম্ভাব্য রাতগুলো হলো— ২২, ২৪, ২৬, ২৮ ও ৩০ মার্চ দিবাগত রাত।
শবে কদরের ফজিলতঃ
এই রাতে ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় এ রাতে নামাজ আদায় করে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
যে দোয়া পড়বেনঃ
হজরত আয়েশা (রা.) একবার রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করেন, শবে কদরে কোন দোয়া পড়তে হবে? রাসুল (সা.) বলেন,
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি"
অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন।
শবে কদরের করণীয়ঃ
নফল নামাজ
কোরআন তিলাওয়াত
জিকির-আজকার
ইস্তিগফার ও তওবা
গরিব-দুঃখীদের সহায়তা
শবে কদরের রাতে অধিক ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভের সুযোগ গ্রহণ করা উচিত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News