ছবি সংগ্রহীত
“বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন এবং ২৭ দিন কারাবাসে কাটান। কারাবাসের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন রিয়া। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা তার জীবনের এক অন্ধকার অধ্যায়।”
“রিয়া চক্রবর্তীর ভাষায়, ‘কারাগারের ভেতর আর বাইরের জগতের মধ্যে কোনও মিল নেই। এটি একেবারেই আলাদা পরিবেশ। এখানে সমাজ বলে কিছু নেই, সবাই এক একটা সংখ্যা।’”
“রিয়া দাবি করেন, তার অভিজ্ঞতায়, ৭০ থেকে ৮০ শতাংশ মহিলারাই কারাগারে নির্দোষ। তাদের অপরাধ না করার পরেও দীর্ঘ সময় ধরে কারাবাসে থাকতে হয়। রিয়া বলেন, ‘বিচার পেতে অনেক সময় লাগে। ফলে নির্দোষরা, কখনও কখনও সাত-আট বছর পর্যন্ত কারাবাসে কাটিয়ে দেন।’”
“তবে, শুধু নির্দোষ মহিলাদেরই নয়, কারাগারের অভ্যন্তরে জীবন অতিবাহিত করা যে কতটা কঠিন, তা রিয়া নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘কারাগারে মোবাইল ফোন ব্যবহার করা যায় না, বাইরের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কেউ কেউ তো তাদের পরিবারকেও হারিয়ে ফেলেছেন।’”
“রিয়া আরও জানান, ‘প্রতিদিন কারাগারে টিকে থাকা অনেকটা কঠিন। এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয়। অবসাদ এবং অন্ধকার জীবনের সাক্ষী আমিও।’”
“এমন কঠিন অভিজ্ঞতার পর রিয়া চক্রবর্তী স্বীকার করেন যে, কারাবাস তার জীবনে এক গভীর প্রভাব ফেলেছে। তবে, তিনি মনে করেন যে তার এই অভিজ্ঞতা তাকে জীবনের নতুন দৃষ্টিকোণ দিতে সাহায্য করেছে।”
“রিয়া চক্রবর্তীর কারাবাসের অভিজ্ঞতা শুধুমাত্র তারই নয়, বরং একজন মানুষের ভেতরের শক্তির প্রতীক হয়ে উঠেছে। এই কঠিন বাস্তবতা তাকে আরও শক্তিশালী করেছে এবং জীবনের কঠিন পথগুলোকে আরও দৃঢ়ভাবে মোকাবেলা করতে শিখিয়েছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News