ছবি সংগ্রহীত
মাহে রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা অত্যন্ত সওয়াবের কাজ। তবে ইতিকাফ করতে হলে এটি সুন্নাহ অনুযায়ী হতে হবে এবং অনেক সময় আমরা কিছু ভুলের কারণে এই মহান ইবাদতটি নষ্ট করে ফেলি। আজ আমরা জানবো ইতিকাফের কিছু গুরুত্বপূর্ণ মাসায়েল, যা আমাদের জানা প্রয়োজন।
প্রথমত, ইতিকাফের জন্য সঠিক নিয়ত করা অত্যন্ত জরুরি। যে ব্যক্তি নিয়ত ছাড়া ইতিকাফ করবে, তার ইতিকাফ সহিহ হবে না। এটি একটি বিশুদ্ধ মত যা ইসলামী শিক্ষায় গুরুত্ব দেয়া হয়েছে।
রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। অর্থাৎ, যদি মসজিদে একজন ব্যক্তি ইতিকাফে বসে, তবে এলাকাবাসীর পক্ষ থেকে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ ইতিকাফ না করে, তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে।
ইতিকাফের জন্য মসজিদে বসা জরুরি। মসজিদ ছাড়া ঘরে ইতিকাফ সহিহ হবে না, এমনকি পুরুষদের জন্য এটি মসজিদেই বসতে হবে, যেটি সুনানে আবু দাউদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
এছাড়া, ইতিকাফ একটি ইবাদত, যা বিনিময়যোগ্য নয়। এর জন্য কোন ধরনের পারিশ্রমিক নেয়া জায়েজ নয়। যদি কাউকে পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ করানো হয়, তবে সেই ইতিকাফ সহিহ হবে না, যা হেদায়া ও রদ্দুল মুহতার থেকে জানা যায়।
মসজিদে খাবার আনার জন্য বাসায় যেতে পারলেও, ইতিকাফ ভঙ্গ হবে না। তবে, মসজিদ থেকে বের হয়ে অন্যান্য কাজ করতে বিলম্ব করা যাবে না। শুধু খাবার নিয়ে আসলে কিছু সময়ের জন্য বাইরে যাওয়া যাবে, এটি বাহরুর রায়েক ও তাবয়ীনুল হাকায়েকের মতে ঠিক।
ইতিকাফরত ব্যক্তি পেশাব-পায়খানার জন্য মসজিদের বাইরে গেলে, সে সময় সালাম আদান-প্রদান করতে পারবে এবং একটু কথা বলা তাতে কোনো সমস্যা সৃষ্টি করবে না, মিরকাতুল মাফাতিহ ও ফতোয়ায়ে হিন্দিয়া অনুযায়ী।
তবে, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফকারী ব্যক্তির জন্য জুমার নামাজ আদায় করতে হলে জামে মসজিদে যেতে হবে, তবে নামাজ শেষে বিলম্ব না করে আবার ফিরে আসতে হবে। এটি ফতোয়ায়ে আলমগীরী থেকে জানা যায়।
একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইতিকাফকারী যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সহবাস করে, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। এটি হেদায়া ও কুদুরী গ্রন্থে উল্লেখ করা হয়েছে।
মহিলাদের জন্যও কিছু নিয়ম রয়েছে। তারা যদি ইতিকাফ করতে চান, তবে যে কক্ষে ইতিকাফ করবেন, সেটিকে তাদের নামাজের ঘর হিসেবে নির্ধারণ করতে হবে এবং পুরো সময় সেই কক্ষে অবস্থান করতে হবে। এছাড়া, মহিলাদের ইতিকাফ স্বামীর অনুমতি ছাড়া জায়েজ হবে না। আর, মহিলাদের মাসিক শুরু হলে ইতিকাফ ভেঙে যাবে, ফতোয়ায়ে রহিমিয়া অনুযায়ী।
এভাবে ইতিকাফের কিছু গুরুত্বপূর্ণ মাসায়েল আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, যাতে আমরা এই ইবাদতটি সঠিকভাবে পালন করতে পারি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News