ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 03:01 AM, 29 March 2025.
Digital Solutions Ltd

ঈদের জামাত মসজিদে নাকি ঈদগাহে পড়া উত্তম? ইসলামী বিধান অনুসারে বিশ্লেষণ

Publish : 03:01 AM, 29 March 2025.
ঈদের জামাত মসজিদে নাকি ঈদগাহে পড়া উত্তম? ইসলামী বিধান অনুসারে বিশ্লেষণ

ঈদের জামাত মসজিদে নাকি ঈদগাহে পড়া উত্তমঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র মাহে রমজান বিদায় নিতে চলেছে এবং মুসলমানরা অপেক্ষা করছে পবিত্র ঈদুল ফিতরের জন্য। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, এবং ঈদের নামাজ আদায় করা মুসলমানদের জন্য ওয়াজিব। তবে অনেকেই জানতে চেয়েছেন, ঈদের জামাত কি মসজিদে আদায় করা উচিত, নাকি ঈদগাহে বা খোলা মাঠে? চলুন, ইসলামী বিধান অনুসারে আমরা এই বিষয়টি বিশ্লেষণ করি।

ফুকাহায়ে কেরাম বা ইসলামিক শাস্ত্রবিদরা বলেছেন, ঈদের নামাজ ঈদগাহে বা খোলা মাঠে পড়া সুন্নত। ইসলামের প্রাথমিক সময়ে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর খোলাফায়ে রাশেদীন ঈদের নামাজ ঈদগাহে আদায় করেছেন। হজরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন ঈদগাহে যেতেন ঈদের নামাজ আদায় করার জন্য (বুখারি, হাদিস: ৯৫৬)।

এছাড়া, হজরত আলী (রা.) বলেন, ‘‘ঈদে খোলা মাঠে যাওয়াটা সুন্নত’’ (আলমুজামুল আওসাত, তাবারানী, হাদিস: ৪০৪০)। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা প্রিয় রীতি।

তবে শহরাঞ্চলে ঈদগাহের পরিসর সংকুলান না হওয়ার কারণে অধিকাংশ মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এমন পরিস্থিতিতে মসজিদে ঈদের নামাজ পড়লেও তা আদায় হয়ে যায়। বিনা প্রয়োজনে মসজিদে ঈদের জামাত করা সুন্নতের খেলাফ হবে। তবে যদি কোনো শারীরিক সমস্যা বা পরিবেশগত কারণে, যেমন বৃষ্টি বা স্থান সংকুলান না হওয়ার কারণে, ঈদের নামাজ মসজিদে পড়তে হয়, তাহলে তা সুন্নতের বিরুদ্ধে যাবে না।

একটি হাদিসে উল্লেখ আছে, যে ঈদের দিনে বৃষ্টি আসলে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঈদের নামাজ পড়িয়েছেন (সুনানে আবু দাউদ, হাদিস: ১১৫৩; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩১৩)। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে, তবে তা সুন্নতের বিপরীত নয়।

এছাড়া, যদি কোনো স্থানীয় সমস্যার কারণে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে মসজিদে ঈদের জামাত আদায় করাও ইসলামে গ্রহণযোগ্য। তবে চেষ্টা করা উচিত ঈদগাহে নামাজ আদায় করার, যদি সেটি সম্ভব হয়।

এইভাবে, ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে পরিস্থিতির ওপর নির্ভর করে মসজিদ বা ঈদগাহে নামাজ পড়া উচিৎ। শর্তসাপেক্ষে উভয় জায়গাতেই ঈদের নামাজ আদায় করা যাবে।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা