ঢাকা, ০৬ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:05 AM, 05 April 2025.
Digital Solutions Ltd

শাওয়ালের ৬ রোজা রাখার পদ্ধতি এবং এর ফজিলত

Publish : 02:05 AM, 05 April 2025.
শাওয়ালের ৬ রোজা রাখার পদ্ধতি এবং এর ফজিলত

শাওয়ালের ৬ রোজা রাখার পদ্ধতি এবং এর ফজিলতঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

শাওয়াল মাসে রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে, এবং এটি রমজান মাসের রোজার পরবর্তী গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো পালন করেছে, তারপর শাওয়াল মাসে আরও ৬টি রোজা রাখবে, তার জন্য সারা বছর রোজা রাখার সাওয়াব হবে। (সহিহ মুসলিম, হাদিস: ১১৬৪)

শাওয়াল মাসের ৬টি রোজা ঈদের পরদিন থেকেই শুরু করা যায়। যে কেউ চাইলেই এই ৬টি রোজা একটানা রাখতে পারেন অথবা বিরতি দিয়ে রাখতে পারেন। যেমন, একদিন রেখে পরদিন বিরতি দিয়ে আবার রোজা রাখার পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

যদি কারো কাজের চাপ বা ব্যস্ততা থাকে, তবে তিনি একদিন রোজা রেখে পরের দিন বিরতি দিয়ে আরও কিছু দিন পর পূর্ণ করতে পারেন। এভাবে দুই সপ্তাহের মধ্যে ৬টি রোজা পূর্ণ করা সম্ভব।

আরেকটি উপায় হচ্ছে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখা। অনেক মুসলিম এই দুই দিন নিয়মিত রোজা রাখেন। তারা শাওয়াল মাসে এই রোজাগুলোর নিয়ত করলে, তা শাওয়ালের রোজার হিসাবেও গণ্য হবে এবং তাদের জন্য বিশেষ সাওয়াব থাকবে।

আরেক পদ্ধতি হচ্ছে আইয়ামে বিজ (প্রতি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে) রোজা রাখা। যারা এই রোজা রাখেন, তারা শাওয়ালের রোজা রাখতে চাইলে, এই রোজাগুলোর সঙ্গে শাওয়ালের রোজার নিয়তও করতে পারেন। এর ফলে একাধিক রোজার সাওয়াব পাওয়া যাবে এবং সহজেই শাওয়ালের ৬টি রোজা পূর্ণ হয়ে যাবে।

শাওয়ালের ৬টি রোজা রাখা শুধু একটি আমল নয়, বরং এটি একটি বিশেষ পুরস্কারের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সাফল্যের পথে এক পদক্ষেপ। আল্লাহর পক্ষ থেকে এর জন্য এক বিশাল সাওয়াব বরাদ্দ রয়েছে এবং এটি বছরের বাকি সময়েও বরকত এনে দিতে পারে।

এভাবে বিভিন্ন পদ্ধতিতে শাওয়ালের ৬ রোজা পালন করা যায়। এই রোজাগুলোর মাধ্যমে মুসলিমরা নিজেদের ইবাদতকে পরিপূর্ণ করতে পারেন এবং বিশেষ সাওয়াব অর্জন করতে পারেন। আসুন, আমরা শাওয়ালের এই ৬টি রোজা পালন করে আল্লাহর কাছ থেকে সওয়াব লাভ করি এবং আমাদের জীবনে শান্তি ও বরকত আনার চেষ্টা করি।

রোজা রাখা শুধু একটি ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শাওয়ালের রোজা রাখতে দেরি না করে, আজ থেকেই প্রস্তুতি শুরু করুন।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৈষম্যবিরোধী আন্দোলন: আওয়ামীপন্থি ৮৩ আইনজীবীর জামিন নামঞ্জুর শিরোনাম ‘সিআইডি’ থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন, ভাঙলো দর্শকদের মন! শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, ২৫ যাত্রী আহত শিরোনাম গাজার গণহত্যার বিরুদ্ধে সারজিসের আহ্বান: রাজপথে নামবে ছাত্রজনতা শিরোনাম ইসরায়েল ব্রিটিশ দুই এমপিকে আটক, ব্রিটেনের তীব্র নিন্দা শিরোনাম "গাইবান্ধায় বিয়েবাড়িতে পুলিশ সদস্যদের ওপর হামলা, সেনাবাহিনী উদ্ধার করল ওসিসহ পুলিশকে"