ঢাকা, ০৬ এপ্রিল, ২০২৫
রফিক বিন মুখতার :
Publish : 12:07 AM, 06 April 2025.
Digital Solutions Ltd

স্টুডিও জিবলি ও এআই: ইসলামের দৃষ্টিতে কী শিখায়

Publish : 12:07 AM, 06 April 2025.
স্টুডিও জিবলি ও এআই: ইসলামের দৃষ্টিতে কী শিখায়

ছবি সংগ্রহীত

রফিক বিন মুখতার :

বর্তমানে স্টুডিও জিবলি,চ্যাটজিপিটি (ChatGPT) বা অন্য কোন এআই (Artificial Intelligence) ব্যবহারে কার্টুন তৈরি একটি জনপ্রিয় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির এই ব্যবহার সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে, এবং এটি অনেকের মধ্যে অনুকরণপ্রিয়তার সৃষ্টি করেছে। তবে, প্রশ্ন উঠেছে, এসব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

এআই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, এবং ভবিষ্যতে আরও করবে। কিন্তু এআই বা অন্য কোন আধুনিক প্রযুক্তির ব্যবহার যে কোনো কাজেই শরীয়ত অনুমোদিত হতে হবে, তা মেনে চলা গুরুত্বপূর্ণ। বিশেষত, যেসব কাজ ইসলামের সার্বজনীন নীতির বিপরীত, সেগুলো পরিহার করা আবশ্যক। শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে প্রযুক্তি ব্যবহার করা বৈধ, অন্যথায় তা হতে পারে অবৈধ।

একটি উদাহরণ হিসেবে, কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে নিজের ছবি বিকৃত বা কার্টুন আকারে ব্যবহারের প্রবণতা ছিল ব্যাপক। যদিও এখন তা কিছুটা কমেছে, কিন্তু এখনও অনেকেই এ ধরনের কৃত্রিম ছবির ব্যবহারে প্রবৃত্ত। বিশেষত, এ ধরনের বিকৃতির ব্যাপারে ইসলামে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, “আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি।” (সুরা তীন: ৪) এছাড়া, শয়তান যখন আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত হয়, তখন সে মানুষকে আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানোর প্ররোচনা দেয়। (সুরা আন-নিসা: ১১৯)

হাদিসেও এ বিষয়ে স্পষ্ট কথা বলা হয়েছে। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি বিকৃতিকারীদের উপর আল্লাহর লানত ও অভিশাপের কথা বলেছেন। সহিহ বুখারী, তিরমিজি, নাসায়ী ইত্যাদি হাদিসগ্রন্থে এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত রয়েছে। হাদিসে এসেছে, “আল্লাহ লানত করেছেন ঐ সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু-চুল উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে।” (বুখারি: ৪৮৮৬)

এগুলো থেকে স্পষ্ট হয়, আল্লাহর সৃষ্টিতে কোনো ধরনের বিকৃতি সাধন করা একান্তভাবে শয়তানী কাজ এবং ইসলামে তা নিষিদ্ধ। এসব কাজের মাধ্যমে কেউ যে বিশাল গুনাহে পতিত হয়, তা অনুধাবন করা খুবই জরুরি। আমরা সকলেই যদি এই সচেতনতা ধরে রাখি, তাহলে আমাদের সমাজে এ ধরনের অপতৎপরতা কমে আসবে এবং সবার জীবন হবে ইসলামের নীতির সাথে সঙ্গতিপূর্ণ।

সুতরাং, ফেতনার সময়ে স্রোতে গা না ভাসিয়ে, ঈমানের উপর অটল থাকার চেষ্টা করা আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এবং সব ধরনের অনৈসলামিক কাজ থেকে রক্ষা করুন। আমিন।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৈষম্যবিরোধী আন্দোলন: আওয়ামীপন্থি ৮৩ আইনজীবীর জামিন নামঞ্জুর শিরোনাম ‘সিআইডি’ থেকে বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন, ভাঙলো দর্শকদের মন! শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, ২৫ যাত্রী আহত শিরোনাম গাজার গণহত্যার বিরুদ্ধে সারজিসের আহ্বান: রাজপথে নামবে ছাত্রজনতা শিরোনাম ইসরায়েল ব্রিটিশ দুই এমপিকে আটক, ব্রিটেনের তীব্র নিন্দা শিরোনাম "গাইবান্ধায় বিয়েবাড়িতে পুলিশ সদস্যদের ওপর হামলা, সেনাবাহিনী উদ্ধার করল ওসিসহ পুলিশকে"