ছবি সংগ্রহীত
নতুন শিল্প এবং অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দর ঘোষণা করেন। সঙ্গে ছিলেন কমিশনের অন্যান্য সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
ঘোষণা অনুযায়ী, নতুন শিল্পে বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা এবং ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, পুরাতন শিল্পে বয়লার ও ক্যাপটিভ ব্যবহারকারীরা যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা হারে গ্যাস বিল প্রদান করবেন।
তবে যেসব শিল্প প্রতিষ্ঠান তাদের অনুমোদিত লোডের চেয়ে বেশি গ্যাস ব্যবহার করছেন, তাদেরও গ্যাসের জন্য নতুন নির্ধারিত দরে বিল দিতে হবে। অর্থাৎ, তারাও প্রতি ঘনমিটারে ৪০ টাকার হারে বিল গুণতে বাধ্য হবেন।
পেট্রোবাংলা শুরুতে যে প্রস্তাব দিয়েছিল, তাতে নতুন ও প্রতিশ্রুত (ইতোমধ্যে অনুমোদিত) গ্রাহকদের জন্য দাম ৭৫.৭২ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ ছিল। তবে কমিশন এই প্রস্তাবের কিছুটা ব্যতিক্রম করে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ালেও, পুরাতন গ্রাহকদের ক্ষেত্রে তা অপরিবর্তিত রাখে।
এই মূল্যবৃদ্ধির পেছনে কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাস আমদানির ব্যয় বৃদ্ধি এবং জাতীয় গ্রিডে সরবরাহ ব্যয় সমন্বয়ের প্রয়োজনীয়তা।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের এই দাম বৃদ্ধিতে নতুন শিল্প উদ্যোক্তাদের ব্যয় বেড়ে যাবে। এতে শিল্প স্থাপনের গতি কমে যেতে পারে এবং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান যারা লোড বেশি ব্যবহার করছে, তাদের খরচে বড় ধরনের প্রভাব পড়বে।
এদিকে, শিল্পমালিকদের একাংশ গ্যাসের নতুন মূল্যহারকে শিল্প বিকাশে প্রতিবন্ধক হিসেবে দেখছেন। তারা বলছেন, গ্যাসের দাম এতটাই বাড়ানো হয়েছে যে তা প্রতিযোগিতামূলক শিল্প পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সার্বিকভাবে গ্যাস মূল্যহার নতুন করে নির্ধারণ করায় সরকার একদিকে যেমন রাজস্ব ঘাটতি মোকাবিলায় সহায়ক হতে চায়, অন্যদিকে এটি শিল্প খাতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News