ছবি সংগ্রহীত
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয় এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা।
শুভ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে প্রভাত থেকেই চারুকলা এলাকায় ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। শুধু রাজধানী নয়, দূরদূরান্ত থেকেও মানুষ এসেছে এই শোভাযাত্রায় অংশ নিতে বা তা উপভোগ করতে। প্রিয়জনের সঙ্গে ছবি তোলা, মুখে রঙ মাখানো এবং শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস—সব মিলিয়ে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
জানা গেছে, শোভাযাত্রাটি চারুকলার সামন থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের জন্য প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে কেবল নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারের শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিদেশি অতিথিরা। শোভাযাত্রায় ছিল ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ—যেগুলোয় ফুটে উঠেছে বাঙালি সংস্কৃতির রঙিন বহিঃপ্রকাশ।
নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়াকড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। শোভাযাত্রার রুট এবং আশপাশের এলাকা ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তা বলয়ে।
নববর্ষের এমন আয়োজনে নতুন দিনের প্রত্যাশায় মেতে ওঠে ঢাকাবাসীসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষজন। বর্ষবরণের এই মহোৎসব যেন নতুন বছরের আশাবাদ ও ঐক্যের বার্তা বহন করে—সেই কামনাই অংশগ্রহণকারীদের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News