ছবি সংগ্রহীত
গাজীপুরের শ্রীপুরে গোপনে পরিচালিত ক্যাসিনো ব্যবসার মূল হোতা মো. মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় সংঘটিত হয় নাটকীয় এক ঘটনা—হামলার শিকার হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ মোট ৭ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেতজুরি গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের জামাতা মো. মোশারফ দীর্ঘদিন ধরেই গোপনে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে রোববার রাত ৯টায় শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়।
তবে অভিযানের সময় মোশারফ ও তার সহযোগীরা ওসিসহ অন্তত ১০ জন পুলিশ সদস্যকে ঘরের ভেতর আটকে ফেলে। পরে মোশারফের চিৎকারে তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ছুটে আসে এবং ঘরের দরজা ও ফলস সিলিং ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি-সহ অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হন। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। পরে তাদের সহায়তায় অভিযান চালিয়ে মোশারফসহ মোট ৭ জনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত মোশারফ একসময় শ্বশুর আব্দুল লতিফের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করতেন। বিয়ের পর ধীরে ধীরে তিনি অবৈধ আয়ের পথে ঝুঁকে পড়েন এবং গড়ে তোলেন ক্যাসিনো চক্র। ঘটনার পর পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুতই তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হবে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই গোপনে চলছিল মোশারফের অবৈধ কর্মকাণ্ড। প্রশাসনের কড়া পদক্ষেপের ফলে এবার সেই চক্রের মূল হোতা গ্রেপ্তার হওয়ায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি ফিরেছে।
পুলিশের ওপর হামলার ঘটনা স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News