ছবি সংগ্রহীত
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই শক্তিশালী প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শেষ হলো বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। হাজারো মানুষ, রঙিন মুখোশ আর প্রতিবাদের শিল্পকর্ম মিলিয়ে এই শোভাযাত্রা রূপ নেয় এক অনন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তায়।
সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয়। শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে ঘুরে পুনরায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে তা শেষ হয় সকাল সাড়ে ১০টার দিকে।
শোভাযাত্রায় অংশ নেন চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী সাধারণ মানুষ।
তবে শোভাযাত্রার অন্যতম চমক ছিল বিদেশি অংশগ্রহণকারীদের সরব উপস্থিতি। জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি থেকে আসা পর্যটক ও শিক্ষার্থীরা বাঙালির পোশাকে, গলায় বাঁশি, হাতে মুখোশ নিয়ে একাত্ম হন এই প্রাণের উৎসবে।
শোভাযাত্রায় ব্যবহৃত মুখোশ, পাপেট, বিশালাকৃতির বাঘ, পাখি, মাছ—সব মিলিয়ে তুলে ধরা হয় গ্রামীণ জীবন, প্রকৃতিনির্ভর সংগ্রাম এবং মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের রঙিন রূপ। তবে সবচেয়ে আলোচিত ছিল একটি বিশেষ শিল্পকর্ম—ফ্যাসিস্টের মুখাবয়ব।
চারুকলার শিক্ষার্থীরা জানান, এটি একটি প্রতীকী প্রতিবাদ। আগে তৈরি করা মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর ফের ককশিট দিয়ে তৈরি করা হয় নতুন মুখাবয়ব, যাতে ‘ফ্যাসিবাদের অবসান’ বার্তাটি স্পষ্টভাবে ফুটে ওঠে।
এছাড়াও নজর কেড়েছে ‘পানি লাগবে পানি’ মোটিফ, যা মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নির্মিত। জুলাই আন্দোলনে নিহত এই তরুণের স্মরণে নির্মিত এই কাজটি শোভাযাত্রায় দর্শনার্থীদের আবেগে ভাসায়।
বর্ষবরণের উৎসব বাঙালির চেতনায় বরাবরই একটি শক্তিশালী বার্তা দেয়—সাম্প্রদায়িকতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্য ও মানবতার। এবারের শোভাযাত্রা যেন সেই বার্তাকে আরও একটু গাঢ় করে তুলল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News