ছবি সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের ১৫৮ জন সমন্বয়ককে আমন্ত্রণ না জানানোয় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
তিনি সোমবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে ঘোষণা দেন, তিনি আগামী মঙ্গলবারের জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না।
হান্নান লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে ১৫৮ জন মূল সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে ডাকা হয়নি। সম্ভবত চেয়ার বসানোর জায়গা কম, কিন্তু প্রত্যেকের স্থান থাকা উচিত।”
তিনি আরও প্রশ্ন তুলেছেন, “শহীদ পরিবারের সদস্যরা কি যথাযথ সম্মান পাবেন?”
তিনি জোর দিয়ে বলেন, “যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের মূল্যায়ন না করলে আমি অনুষ্ঠান বর্জন করবো।”
আগামীকাল (মঙ্গলবার) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
এই ঘোষণাপত্রে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ও আগামী দিনের গঠনমূলক লক্ষ্যের উল্লেখ থাকবে বলে সূত্র জানিয়েছে।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ এবং সমন্বয়ের অভাব দৃশ্যমান।
হান্নানের ঘোষণার ফলে এই ইভেন্টে রাজনৈতিক উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News