ছবি সংগৃহীত
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকটি হাইড্রোজেন গ্যাস বেলুন হঠাৎ করে বিস্ফোরিত হয়, যার শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পরপরই দগ্ধ অবস্থায় আহত ৮ জনকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরের ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, গত বছরের এই দিনে (৫ আগস্ট ২০২৪) গণঅভ্যুত্থানের এক পর্যায়ে শেখ হাসিনার ‘পালানোর মুহূর্ত’ স্মরণে প্রতীকী হেলিকপ্টার বেলুন উড়ানো হয়েছিল।
ঠিক এক বছর পর, একই সময় অর্থাৎ দুপুর ২টা ২৫ মিনিটে আবারও হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল।
তবে এবারের আয়োজনে নিরাপত্তা ও গ্যাস ব্যবহারে ঘাটতি থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন:
“বেলুনগুলোতে আগুন লেগে কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। তখন মানুষ দৌড়াতে শুরু করে, আতঙ্কে শিশুরাও কান্নাকাটি করে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,
“গ্যাস বেলুন ব্যবহারে কোনো ধরনের নিরাপত্তা মানা হয়নি। অনুমতি ছাড়া উচ্চ দাহ্য পদার্থ ব্যবহার করাটা অপরাধ।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করছেন, আবার কেউ কেউ বলছেন—এটি একটি "নিরাপত্তাহীন স্মরণ আয়োজন" ছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News