ছবি সংগৃহীত
বাংলা একাডেমিতে আয়োজিত জুলাই কারাবন্দিদের স্মৃতি অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যে জুলাই কারাবন্দিদের তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া কারাবিধি সংস্কারের জন্যও উদ্যোগ নেয়া হবে।
বুধবার (৬ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন বিশিষ্ট অতিথি।
আসিফ নজরুল বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমার মধ্যেই দুই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করব। প্রথমত, জুলাই কারাবন্দিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা এবং দ্বিতীয়ত, কারাবিধি সংস্কারের কাজ শুরু করা। যদিও আমরা হয়তো কারাবিধির সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করতে পারব না, তবে এর প্রক্রিয়া সম্পূর্ণ করে যাব।”
তিনি আরও বলেন, “এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন আখতার হোসেন। আমি প্রথমে কিছু সময়ের জন্য পিছিয়ে দেয়ার কথা ভাবেছিলাম, কিন্তু আখতার চাইলেন এখনই এই স্মৃতি অনুষ্ঠান করতে। আজ আমি উপলব্ধি করলাম কেন সে এতই আগ্রহী ছিল। এখানে এসে আমি জুলাই কারাবন্দিদের কষ্ট ও যন্ত্রণার কথা সরাসরি শুনতে পেরেছি, যা অন্যথায় সম্ভব হত না।”
জুলাই আন্দোলন এবং তৎকালীন রাজনীতির স্মৃতি সংরক্ষণে এবং নির্দোষ কারাবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News