ছবি সংগৃহীত
বাণিজ্যিক মোটরযানের আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দাবি আদায় না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে সারাদেশে পরিবহন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এই সমাবেশের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
কফিল উদ্দিন বলেন,
“আমরা যোগাযোগ উপদেষ্টার কাছে আট দফা দাবি দিয়েছি। দুটি বিষয়ে আশ্বাস এলেও আমরা বলেছি—সব দাবি মানতেই হবে। তা না হলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত দেশজুড়ে পরিবহন ধর্মঘট চলবে।”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা।
“দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার বিধান নাগরিক অধিকার লঙ্ঘন করে। দুর্ঘটনার বিচার হোক, সাজাও হোক—কিন্তু জামিন আদালতের এখতিয়ার।”
সমাবেশ থেকে জানানো হয়, ১১ আগস্ট বিকেলের মধ্যে দাবি মানা না হলে ধর্মঘট থেকে আর সরে আসার সুযোগ থাকবে না। প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধন।
পুরনো বাণিজ্যিক গাড়ির আয়ুষ্কাল ৩০ বছর করা এবং অভিযান স্থগিত রাখা।
বাণিজ্যিক গাড়ির দ্বিগুণ অগ্রিম আয়কর কমানো।
রিকন্ডিশন গাড়ি আমদানির সময়সীমা ৫ থেকে ১২ বছর করা।
দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়া।
মেয়াদোত্তীর্ণ গাড়ির জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন।
মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য আলাদা লেন।
ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নে গতি আনা এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোরশেদুল আলম কাদেরী। বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন কবির খান, একরামুল করিম ও হুমায়ুন কবির সোহেল।
এ আন্দোলনের ফলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শ্রমজীবী মানুষের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকার এই আল্টিমেটামের কী প্রতিক্রিয়া জানায়, তা এখন দেখার বিষয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News