ছবি সংগৃহীত
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দু'ফায় ভাংচুর করা হয়েছে সুন্দরবন-১২ নামের ঢাকা-বরিশাল-ঝালকাঠি রুটের যাত্রীবাহী লঞ্চটি। এতে লঞ্চের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। এতে অন্তত ৯ শিক্ষার্থী এবং ৫জন লঞ্চ ষ্টাফ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে সদর ঘাটের ১ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের ভাষ্য, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিল সুন্দরবন-১২ লঞ্চে উঠলে লঞ্চকর্মীদের সাথে কেবিন ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজন স্টাফ মিলে তাকে মারধর করেন। খবর পেয়ে তার সহপাঠী ও সিনিয়ররা ঘটনাস্থলে গেলে তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সদরঘাটের ইজারাদার ও দক্ষিণাঞ্চল শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার অনুসারীরা কিরণের নেতৃত্বে আজিজুল, রমজান, আনিছ, রফিক, কাদের, রাব্বি ও সাগর নামের লঞ্চকর্মীরা হামলায় অংশ নেন।'
লঞ্চ কর্মচারীরা জানান, 'টার্মিনালে যাত্রী ডাকাডাকি করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে তাদের তর্কাতর্কি হয়। এসময় ঐ শিক্ষার্থী ও তার সহপাঠিরা লঞ্চের কয়েরটি গ্লাস ভাংচুর করেছে। এরপর শিক্ষার্থীদের কাছে ভুল স্বিকার করে বিষয়টি নিস্পত্তি করে নেয় লঞ্চ কর্তৃপক্ষ। ততক্ষনে লঞ্চে থাকা যাত্রীরা সবাই নেমে যায়।
রাত ১০ টায় লঞ্চটি বুড়িগঙ্গার অন্য প্রান্তে সরিয়ে নেয়া হচ্ছিলো। শিক্ষার্থীদের সাথে লঞ্চ কর্মচারীদের সংঘর্ষ বেধেছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসে ট্রলারে করে লঞ্চে উঠে ব্যপক ভাংচুর চালিয়েছে। তারা লঞ্চের মাষ্টার, সুকানী, করনীক এবং কেবিনবয়দের মারধর করেছে। এমনটাই লঞ্চ কর্তৃপক্ষ গনমাধ্যমকে জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে কথা।কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, 'দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছে। এসব দাবি মেনে নেওয়ার শর্তে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হবে।'
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. কিরণকে দ্রুত গ্রেপ্তার করতে হবে
২. তার সহযোগীদের গ্রেপ্তার
৩. সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ
৪. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মোবাইল ও মানিব্যাগের ক্ষতিপূরণ
৫. সাধারণ যাত্রীদের হয়রানি ও কুলিদের অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News