ছবি সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) দেশের দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। এতে অন্তর্ভুক্ত নতুন ভোটারসহ যেকোনো তথ্যের ভুল সংশোধনের জন্য ১২ দিন সময় দেওয়া হবে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের হালনাগাদ তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এই তালিকা রোববার জেলা ও উপজেলা পর্যায়ে নির্দিষ্ট স্থানে সাঁটানো হবে।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং সংশোধনের জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) দাখিল করার সুযোগ থাকবে।
দাখিলকৃত আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এবারের নির্বাচনে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারা তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News