ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় সফরে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে।
ড. ইউনূস বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি; যাতে ক্ষমতা আসল প্রতিনিধিদের হাতে হস্তান্তরিত হয়।” তিনি আরও বলেন, সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন নয়, বরং সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাও আমাদের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।”
এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠক শেষে ড. ইউনূস জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় করা হয়েছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছান এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News