ছবি সংগৃহীত
রাজধানীর ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছেন ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, শনিবার দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ খবর আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দেখা যায়, চারজন শ্রমিক পানির ট্যাঙ্কে নামার পর আর কেউ বের হয়নি। পরে ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়, আর একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রাকিবুল হাসান আরও জানান, নিহতরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা ট্যাঙ্কের ভেতরে বাঁশ ও খুঁটি খোলার কাজ করতে নেমেছিলেন। ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার কারণ শনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত শ্রমিকের অবস্থা স্থিতিশীল থাকলেও তদন্ত চালানো হচ্ছে যাতে সঠিক দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায়।
স্থানীয়রা বলছেন, নির্মাণাধীন ভবনে নিরাপত্তার তেমন ব্যবস্থা নেই। এর ফলে শ্রমিকদের জন্য এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।
এ ধরনের ঘটনা নতুন নয়; রাজধানীতে নির্মাণাধীন ভবনে নিরাপত্তা মান নিশ্চিত না হলে শ্রমিকরা জীবনহানির ঝুঁকিতে পড়ছেন। বিশ্লেষকেরা বলছেন, নির্মাণে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মানা প্রয়োজন, নয়তো এই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News