ছবি সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদন দিয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে চলনবিলে এই ক্যাম্পাস স্থাপিত হবে।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১১টি প্রকল্পের মধ্যে এটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প অনুমোদনের সঙ্গে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, পরিবেশ মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পাওয়া লাগবে। দ্বিতীয়ত, প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মনিটরিং করবেন, যাতে পরিবেশের ক্ষতি সীমিত থাকে।
তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো প্রকল্পে কিছু না কিছু পরিবেশগত ক্ষতি হবেই। আমাদের লক্ষ্য হবে কম ক্ষতি করে পরিবেশ সম্মতভাবে বাস্তবায়ন করা।” রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপন অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, জাতীয় নির্বাচনের আগে এডিপি সংশোধন করা হবে এবং আগামী সরকারকে বাজেটের রূপরেখা দেওয়া হবে। এছাড়া চিনি শিল্প ও ইক্ষু চাষের ভবিষ্যৎ নিয়ে সমীক্ষা করা হবে।
এছাড়া ওয়াসার ভূ-উপরিস্থ পানি সরবরাহ প্রকল্পে অনিয়ম ও সমন্বয়হীনতা চিহ্নিত হয়েছে। মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত ব্যয়ও আলোচিত হয়েছে। দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রকল্পও অনুমোদিত হয়েছে, যেখানে ডাক্তার ও জনবল নিযুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News